ছোটবেলা থেকেই ঘোড়দৌড়ের প্রতি আগ্রহ। কোথাও ঘোড়দৌড়ের খবর পেলেই ছুটে যেতেন শরীফুল ইসলাম। দর্শক সারিতে দাঁড়িয়ে দেখতেন ঘোড়ার ছুটে চলা। ২০০৬ সালে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার পর মায়ের কাছে ঘোড়া কিনে দেওয়ার আবদার করেন। রাজি হয়ে ছেলের হাতে জমানো টাকা তুলে দেন মা। সেই টাকায় দেশি জাতের একটা ঘোড়া পালতে শুরু করেন শরীফুল। তাঁর সেই ঘোড়ার নাম ছিল ‘দুলদুল’। এরপর যখনই কোনো ঘোড়দৌড়ের খবর পেতেন, ভাড়াটে ঘোড়সওয়ারি নিয়ে তাতে নাম লেখাতেন। এভাবে জিততে থাকেন পুরস্কার।
এর মধ্যে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হন। কিন্তু ঘোড়ার নেশা তার কাটে না। স্নাতক শেষ করে আবার ফিরে আসেন গ্রামে। চাকরি নেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে। অস্থায়ী চাকরির পাশাপাশি ২০১৪ সালে নিজের বাড়িতে ঘোড়ার খামার গড়ে তোলেন। শখের সে খামারই তিন বছর আগে বাণিজ্যিক খামারে রূপ নিয়েছে। ঘোড়া দেখাশোনার জন্য দুজন শ্রমিক রেখেছেন। শরীফুল ইসলাম সবার কাছে সঞ্জু নামে পরিচিত। তাঁর খামারের নামও ‘সঞ্জুস হর্স ফার্ম’।