You have reached your daily news limit

Please log in to continue


বিচারের কাঠগড়ায় উইলস লিটল ফ্লাওয়ারের ৫ শিক্ষক

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের মানবিক (দিবা) শাখার ছাত্র তাইফুর রহমান (নাহিয়ান)। তাকে শারীরিক ও মানসিকভাবে নির‌্যাতনের অভিযোগে করা মামলায় ওই প্রতিষ্ঠানের পাঁচ সহকারী শিক্ষককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তাদের বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ আইনে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

বিচার শুরু হওয়া পাঁচ শিক্ষক হলেন- প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) মো. নাসির উদ্দিন, সহকারী শিক্ষক ফয়সাল শামীম, মো. আতিক, ফেরদৌসী সুমী ও তরিকুল আজম খান।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম. সামসুল আলমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে অগ্রসর হবার মতো পর‌্যাপ্ত ও যুক্তিগ্রাহ্য উপাদান না থাকায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন