তাইওয়ানের পূর্বাঞ্চলের জনবিরল কাউন্টি হুয়ালিয়েনে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে, এখনো নিখোঁজ ১৮ জনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বুধবার স্থানীয় সময় সকালে ভূমিকম্প হওয়ার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েকশ পরাঘাত অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতেই প্রায় ৫০টি পরাঘাত অনুভূত হয়। এর কোনো কোনোটি রাজধানী তাইপেতেও অনুভূত হয়।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে ও একটি জাতীয় উদ্যানে কয়েকশ মানুষ আটকা পড়েছিল। তাদের অধিকাংশকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।