পূর্ণ সূর্যগ্রহণ কবে ও কখন হবে, জানেন কি

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫০

আগামী সপ্তাহে পূর্ণ সূর্যগ্রহণ হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর তাই পূর্ণ সূর্যগ্রহণ দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, পূর্ণ সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সবচেয়ে দীর্ঘ সময়, অর্থাৎ ৪ মিনিট ২৭ সেকেন্ড পর্যন্ত দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। ফলে দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার।


৮ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিট থেকে দিবাগত রাত ২টা ৫২ মিনিটের মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ হবে, ফলে বাংলাদেশ থেকে দেখা যাবে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us