ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীর হাতে আছে ৫৫ হাজার রুপি নগদ অর্থ। আর তার ব্যাংক অ্যাকাউন্টে আছে ২৬ লাখ ২৫ হাজার রুপি।
এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও আছে রাহুলের বিনিয়োগ। আর গত ৫ বছরে রাহুলের সম্পত্তি বেড়েছে ৫ কোটি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধী যে হলফনামা জমা দিয়েছেন, সেখানেই এই তথ্য উঠে এসেছে।