অ্যালটেয়ার ৮৮০০ কম্পিউটারের জন্য বেসিক প্রোগ্রাম তৈরি করতে দুই বন্ধু বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে আশির দশকে এমএস ডস দিয়ে পারসোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বাজার আধিপত্য বিস্তার করে মাইক্রোসফট। মাইক্রোসফট করপোরেশন বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান। ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ডে এর সদর দপ্তর।
প্রতিষ্ঠানটি সফটওয়্যার পণ্য, বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ স্যুট, এজ ওয়েব ব্রাউজারের জন্য বর্তমানে বেশি পরিচিত। মাইক্রোসফট গেম খেলার যন্ত্র এক্সবক্স এবং সারফেস ট্যাবলেট কম্পিউটারও তৈরি করেছে।