আক্রমণের তোড়ে যেন অ্যাস্টন ভিলাকে ভাসিয়ে দিতে চাইল ম্যানচেস্টার সিটি। তৈরি করল একের পর এক সুযোগ। জালের দেখাও পেল নিয়মিত। টানা দুই ড্রয়ের হতাশা ঝেড়ে ফেলে পেল দুর্দান্ত জয়। চমৎকার এক হ্যাটট্রিকে যে জয়ের নায়ক ফিল ফোডেন।
ঘরের মাঠে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। শিরোপাধারীদের অন্য গোলটি করেছেন রদ্রি।