আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে বাণিজ্যের বন্ধন। প্রতি বছরেই আইপিএলে দেখা যায় বিপুল অর্থের ছড়াছড়ি। মোটা অঙ্কের অর্থ খরচ করেই দলগঠন করে একেকটি ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে থাকে যাতায়াত, হোটেল, খাবারসহ আরও বিভিন্নমুখী খরচ। সেই তুলনায় অবশ্য আয়ও হয় দারুণ।
বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা খরচ করেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি কোনো দলকেই। বরং প্রতি বছরেই বেড়েছে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু। যে কারণে আইপিএলে বিনিয়োগকে অন্যতম সেরা বিনিয়োগ বলতেও রাজি অনেকে। প্রতি বছর এসবের সুবাদে দাম বেড়েছে দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানেরও।