ফোর্বসের শীর্ষ ২০ ধনীর তালিকায় ১২ জনই প্রযুক্তি খাতের, পিছিয়েছেন ইলন মাস্ক

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ২১:৪৪

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বিশ্বজুড়ে শেয়ারবাজারের উত্তান-পতন, রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের মধ্যেও এ বছর ফোর্বসের তালিকায় আগের বছরের তুলনায় শতকোটিপতি বা বিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে। ফোর্বসের তথ্যমতে, ২০২৪ সালে সারা বিশ্বে শতকোটিপতি রয়েছেন ২ হাজার ৭৮১ জন, যা গত বছরের তুলনায় ১৪১ জন বেশি। বিশ্বের শীর্ষ ধনীদের দখলে রয়েছে ১৪.২ ট্রিলিয়ন (১ লাখ কোটি) মার্কিন ডলার মূল্যের সম্পদ।


শীর্ষস্থান হারালেন ইলন মাস্ক


ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতিদের তালিকার প্রথমেই আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার। ৭৫ বছর বয়সী আর্নল্ট ও তাঁর পরিবার ২৩৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ফ্যাশন-দুনিয়ার আলোচিত আর্নল্ট লুই ভিটন, সেফোরাসহ ৭৫টি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডের মালিক। গত বছরের শেষ দিকে শীর্ষ ধনীর তালিকায় প্রথমে ছিলেন এক্স, টেসলা, স্পেসএক্সসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক। এ বছরের জানুয়ারিতে ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সেরা ধনী হন আর্নল্ট। ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৫ বিলিয়ন মার্কিন ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us