চীনের দক্ষিণের জিয়াংসি প্রদেশে এ সপ্তাহান্তে অনেকটা ঘূর্ণিঝড়ের মত দমকা ঝড়ে অন্তত সাত জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তিন জন সুউচ্চ ভবনের উপরের দিকে নিজেদের অ্যাপার্টমেন্টে ঘুমিয়ে থাকা অবস্থায় ঝড়ে উড়ে গিয়ে মারা যান।
জিয়াংসির প্রাদেশিক জরুরি বন্যা প্রতিরোধ সদরদপ্তর থেকে বলা হয়, ৩১ মার্চ থেকে ঝড়ো আবহাওয়া শুরু হয়। নানচাং এবং জিউজিয়াংসহ প্রদেশের নয়টি নগরীতে ঝড় হয়। যাতে ৫৪টি কাউন্টির ৯৩ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, গত রোববার আকস্মিক ঝড়ের তোড়ে প্রাদেশিক রাজধানী নানচাংয়ের একটি সুউচ্চ ভবনের দুইটি অ্যাপার্টমেন্টের দরজার আকারের জানালা ফ্রেম থেকে খুলে যায় এবং নিজেদের বিছানায় ঘুমিয়ে থাকা তিন জন বাতাসের তোড়ে ভাঙা জানালার ফাঁকা জায়গা দিয়ে উড়ে যায় এবং নিচে পড়ে তাদের মৃত্যু হয়।