বিভিন্ন ধরনের রোগের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকায় শরীরে এক রোগের সংক্রমণ ঘটলে অন্য রোগে আক্রান্তের ঝুঁকি থাকে। নতুন এক গবেষণায় জানা গেছে, যক্ষ্মার সংক্রমণে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। দক্ষিণ কোরিয়ার জাতীয় স্বাস্থ্য তথ্যভান্ডারে থাকা ২০১০ সাল থেকে ২০১৭ সালের তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছেন দেশটির গবেষকেরা। ২৭ এপ্রিল থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস সম্মেলনে এ বিষয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
গবেষণায় ৭২ হাজারের বেশি যক্ষ্মা রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, যক্ষ্মা ও ক্যানসারের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যেসব ব্যক্তির শরীরে বর্তমানে বা অতীতে যক্ষ্মায় সংক্রমণ ঘটেছে; তাদের ফুসফুস, রক্ত, গাইনোকোলজিক্যাল, কোলোরেক্টাল ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি।