আইপিএলে অভিষেক ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে বল করেছিলেন। গতকাল মায়াঙ্ক যাদব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করলেন ১৫৬.৭ কিলোমিটার বেগে। চলতি মৌসুমে আইপিএলে দ্রুততম বল এটিই। ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে করা ডেলিভারিটিও ছিল দ্রুততম বলের রেকর্ড। তবে গতকাল মায়াঙ্ক যাদব নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন।
চলতি মৌসুমে দ্রুততম বলের রেকর্ড ভাঙাগড়ার খেলায় নামা মায়াঙ্ক কিন্তু এখনো আইপিএল ইতিহাসের সর্বোচ্চ গতির রেকর্ড ছুঁতে পারেনি। তিনি আছেন সেই তালিকার ৪ নম্বরে। অবশ্য যেভাবে গতির ঝড় তুলছেন, সেটা ভেঙে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। মায়াঙ্ক বলছেন, এটা মাত্র শুরু। গতকাল ম্যাচসেরার পুরস্কার জেতার পর এই পেসার বলেছেন, ‘আমার লক্ষ্য হলো দেশের হয়ে যত বছর পারি ভালো করা। এটা কেবল শুরু, আমার মনোযোগ আমার প্রধান লক্ষ্যের দিকে।’