জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে নিজস্ব অসংখ্য অ্যাপ। পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয়। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদাভাবে বিজনেস চালানোর দরকার নেই। এজন্য ২ এপ্রিল থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ করেছে।
তবে কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না। প্রকৃতপক্ষে, ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সব বিনিয়োগ করতে চায়। গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করার বিষয়ে জানিয়েছিল, অর্থাৎ গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।