হার্টের বিভিন্ন সমস্যায় অনেকেই ভোগেন। তার মধ্যে একটি হলো হার্টে হলদেটে ছোপ পড়া। যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইয়েলো স্পট বলা হয়।
হার্টের মধ্যে কোথাও রক্ত জমাট বাঁধলে এমন হলদেটে ছোপ দেখা যায়। এই হলদেটে ছোপ মূলত করোনারি ধমনীতে হয়ে থাকে। এটি একটি বিশেষ ধমনী যা হার্টের পেশি রক্ত সঞ্চালন করে।