চোখের জটিল রোগ ইউভাইটিস

প্রথম আলো প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ১১:৩৭

চোখের পুষ্টি নিয়ন্ত্রণে এতে রক্তনালিপূর্ণ একটি স্তর আছে, যাকে ইউভিয়া বা ভাসকুলার কোট বলা হয়। এটি চোখের মধ্যস্তর। ইউভিয়া ও এর চারপাশের টিস্যুগুলোর প্রদাহ হলে তাকে বলে ‘ইউভাইটিস’। এ রোগে রোগীর একটি বা দুটি চোখই আক্রান্ত হতে পারে। চোখে আঘাত, জীবাণুর সংক্রমণ, কানেকটিভ টিস্যু বা যোজককলার রোগ ইত্যাদি কারণে এ রোগ হতে পারে।


কম দেখা, ঝাপসা দেখা, চোখের সামনে কালো বিন্দু ভেসে বেড়াতে দেখা, আলোর প্রতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া।
চোখ ব্যথা করা ও লাল হয়ে যাওয়া। মাথায় যন্ত্রণা হওয়া।
চোখের তারারন্ধ্র ছোট হয়ে যাওয়া। তারার রং পরিবর্তন হওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us