সরকার তার শাসনামলে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। বৈশ্বিক জলবায়ু কূটনীতি, কৃষি কূটনীতি, অর্থনৈতিক ও সামরিক কূটনীতিতে কৌশলী অবস্থানের জন্য সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সরকার কৃষি অর্থনীতিকে কূটনীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত করেছে, যা থেকে দেশের জনগণ খুব লাভবান হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে খাদ্য উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে বাংলাদেশেও কৃষি খাত থেকে দিন দিন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। করোনার ভয়াল থাবা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার-সংকট—সব মিলিয়ে চলছে দেশের অর্থনীতিতে মন্দাবস্থা। যার ব্যাপক প্রভাব পড়ছে দেশের কৃষি অর্থনীতিতে। এ অবস্থায় দেশের কৃষির ভাগ্যের কথা চিন্তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে কিছু বলতে মনস্থির করছি।