সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সর্বশেষ কর্মচারী নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, তাঁর ‘পালকপুত্র’খ্যাত পিএস সালাহ উদ্দিন আহমেদ, ‘উকিল বাবা’খ্যাত সিকিউরিটি সুপারভাইজার মো. খোরশেদ আলমসহ ১১ জনের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে।
আজকের পত্রিকার অনুসন্ধানে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগে মুক্তিযোদ্ধা কোটাও বাস্তবায়িত হয়নি। এবার আপন ভাতিজাসহ ১০ আত্মীয়কে চাকরি দিয়েছেন ভিসি। আর পিএস সালাহ উদ্দিনের তিন আত্মীয় নিয়োগ পেয়েছেন।