কয়েক মাস আগে দেশের ব্যাংকগুলোতে তারল্য সংকট তৈরি হয় ভয়াবহ আকারে। মূলত আর্থিক অনিয়মের কারণেই এমনটা হয়েছিল। ফলে গ্রাহকরা টাকা উঠিয়ে নিতে শুরু করেন। এক মাসের মধ্যেই প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছিলেন গ্রাহক। যদিও পরে সেসব টাকা আবারও ব্যাংকে ফিরে আসতে শুরু করে।
তবে এখনও তারল্য সংকট রয়েছে অনেক ব্যাংকে। তারল্য সংকটের ধকল সামলাতে তফসিলি ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই নিজেদের মধ্যে কলমানিতে (ওভার নাইট) ধার-দেনা করছে।