আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বছর ঘুরে ২রা এপ্রিল আসে, আবার চলে যায়। অটিজমে আক্রান্ত শিশুদেরকে নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু একজন নিরাময় অযোগ্য ও জীবন সীমিত রোগে আক্রান্ত অটিস্টিক ব্যক্তির ব্যাপারে আমরা আসলে কতটুকু কাজ করি?
জীবনের শেষ দিনগুলোতে কেমন যত্ন পান একজন অটিজমে আক্রান্ত ব্যক্তি? যদি প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন হয় তখন কিভাবে এই নিরাময় অযোগ্য জীবনসীমিত রোগে আক্রান্ত মানুষটির অটিজমকে অতিক্রম করে তাকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সেবা দেয়া যায় তা নিয়ে বাস্তবিক অর্থে ভাবা দরকার।