কোনো ব্যক্তিকে উৎসর্গ করে সিনেমার মুক্তির রীতি বাংলাদেশে তেমন দেখা যায় না। সেই কাজটিই করেছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।
এই নির্মাতা তার ঈদের সিনেমা ‘ওমর’ উৎসর্গ করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে; যারা চলে গেছেন অনেক বছর আগে।
সোশাল মিডিয়ায় সিনেমার পোস্টার শেয়ার করে নির্মাতা রাজ লিখেছেন “সব মুখোশের আড়ালে থাকে একটা চেহারা, আর চেহারার আড়ালে থাকে প্রকৃত সত্য।“
পোস্টারের ডান দিকের ওপরের অংশে নজর কাড়ে হুমায়ূন আহমেদ ও মান্নার নাম।