বিমানবন্দরে কনভেয়র বেল্টে শুয়ে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিল তৈরি করেছেন, যা ব্যাপক ভাইরাল হচ্ছে। এতে, তাকে বিমানবন্দরে চলন্ত কনভেয়ার বেল্টে লাগেজ নিয়ে শুয়ে থাকতে দেখা যায়। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন ওই মহিলা এবং এই কাজের জন্য তাকে প্রচণ্ড ট্রোলড করা হচ্ছে।
সুজাতা দাহল নামে একজন ইনস্টাগ্রাম ইউজার এই মাসের শুরুতে এই ভিডিয়োটি শেয়ার করেছিলেন। ভিডিয়োতে ওই মহিলাকে বিমানবন্দরে দেখা যাচ্ছে। প্রথমে সে কনভেয়ার বেল্টের কাছে যায় এবং তার উপর বসেন। এর পরে তাকে লাগেজ কনভেয়ার বেল্টে শুয়ে থাকতে দেখা যায়। কয়েক সেকেন্ড পর সে বেল্ট থেকে উঠে হাসেন।