গরমে ঘর থেকে বের হওয়াই কষ্ট। তবে বের না হয়েও তো উপায় নেই। কাজের জন্য গরমে বাইরে যেতেই হবে। সঙ্গে রাখতে পারেন পোর্টেবল ফ্যানগুলো। ছোট্ট ফ্যানগুলো মাথার ক্যাপ বা জামার সঙ্গে আটকে রাখা যায়। আবার হেডব্যান্ডের মতোও পরা যায়।
বর্তমানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পাশাপাশি কমদামি অনেক পোর্টেবল ফ্যান পাবেন। তবে পোর্টেবল ফ্যান ছাড়াও ডেস্ক ফ্যান, ক্যাপ ফ্যান কিনতে পারেন। এসব ফ্যান আপনি ইউএসবি পোর্ট বা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন। ই-কমার্স সাইট থেকে কিনতে পারবেন এসব ফ্যান। চলুন কয়েকটি ফ্যানের নাম জেনে নিন-