যা করার প্রথম ইনিংসেই করে ফেলেছে শ্রীলঙ্কা। দাঁড় করিয়েছে ৫৩১ রানের বিশাল পুঁজি। অপরদিকে বাংলাদেশকে অলআউট করে দিয়েছে ১৭৮ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা দেয় লঙ্কানরা। এতে বাংলাদেশের সামনে দাঁড়ায় ৫১১ রানের প্রায় অসম্ভব লক্ষ্য।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ১০২ রানে ৬ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলে স্কোর বড় করার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।