গতকাল সোমবার বেলা ১১টা। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিসিইউ ওয়ার্ড থেকে আইসিইউ ওয়ার্ডে ছুটোছুটি করছেন সবুজ রায়। কারণ, সিসিইউতে থাকা শ্বশুর নির্মল চন্দ্রের (৬০) জন্য আইসিইউতে একটি শয্যা দরকার। একপর্যায়ে সবুজের কাছে খবর আসে, তাঁর শ্বশুর মারা গেছেন।
সবুজ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বুকে কফ জমেছিল, স্ট্রোকের রোগী। ডাক্তার কইছিল আইসিইউতে নিতে। অনেক ঘুরেও আইসিইউতে বেড পাই নাই। এত বড় হাসপাতালে একটা বেড পাওয়া যায় না। এটা থেকে লাভ কী?’