দেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গত কয়েকদিন ধরে এই প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। এবারের ঘটনার সূত্রপাত ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে যাওয়া নিয়ে। গত ২৭ মার্চ রাতে ছাত্রলীগের সভাপতি ও দপ্তর সম্পাদকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে যান। তাদের মধ্যে একজন ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা, যিনি বুয়েটের শিক্ষার্থী। এ ঘটনায় ২৯ মার্চ বিকালে বুয়েটের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।
তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে।