বুয়েটসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগের অপরাজনীতির বলি হয়ে খুন হয়েছে আবরারসহ অসংখ্য মেধাবী ছাত্র। সে প্রেক্ষিতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখন সরকার দেশকে অস্থিতিশীল করে তুলতে বুয়েটে ছাত্র রাজনীতি চালুর পাঁয়তারা করছে।