বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশে রিসোর্ট কালচার শুরু হয়ে গেছে। ঢাকা জেলার সাভার, আশুলিয়া, নবাবগঞ্জ এবং আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার হাজার হাজার বিঘা, হয়তো লাখ বিঘাও হতে পারে, গড়ে উঠছে রিসোর্ট।
রিসোর্টের ভেতরে গেলে দেখা যাবে অত্যন্ত মনোরম পরিবেশ, ফাইভ স্টার বা এর চেয়েও উঁচু মানের কটেজ। অত্যাধুনিক নন্দনশিল্পের আঁচড়ে গড়া সুন্দর সুন্দর বহু ভবন। পুকুর আছে, লেক আছে, দেশি-বিদেশি অর্কিড আছে। ছায়া সুনিবিড় মনোরম পরিবেশের জন্য বিভিন্ন দেশি-বিদেশি গাছ আছে। যেসব গাছ ছায়া দেয় কিন্তু কোনো কৃষিপণ্য বা ফল দেয় না। এই সব হাজার বা লাখ বিঘা জমিতে কয়েক বছর আগেও কৃষি ফসল হতো অথবা মৎস্য চাষ হতো। এগুলো এখন ভরাট করে গড়ে উঠছে এমন সব রিসোর্ট।