আজ ২ এপ্রিল ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবারে প্রতিপাদ্য হল সচেতনতা - স্বীকৃতি- মূল্যায়ন:
"শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা"।
প্রতি বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস (WAAD) পালন করা হয়। অটিজম আক্রান্ত শিশু বা বড়দেরকে বুঝতে হবে, তাদের সমস্যা গুলো জানার চেষ্টা করতে হবে। অটিজম মানুষের বিকাশ জনিত সমস্যা, যা শিশুটির জন্মের প্রথম তিন বছরের মধ্যে পরিলক্ষিত হয়। যেখানে শিশুটিকে সামাজিক যোগাযোগ এবং আচরণগত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। অটিজমে আক্রান্ত শিশুদের একে অন্যের সাথে যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ, পুনরাবৃত্তিমূলক আচরণ, সংবেদনশীল সংবেদনশীলতা এ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।