গরমে এসি কমবেশি সবাই ব্যবহার করেন। গ্রীষ্মের তাপদাহে প্রাণ যখন ওষ্ঠাগত তখন এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। তবে বিদ্যুৎ বিলের দিকটাও দেখতে হবে। তাই গরমে এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তা একটু বুঝে নিতে হবে। এক্ষেত্রে এসি সঠিক তাপমাত্রায় চালানো খুবই জরুরি।
বেশিরভাগ মানুষের অভ্যাস আছে যে তারা এসি চালু করার সঙ্গে সঙ্গেই ১৮ বা ২১ ডিগ্রিতে চালানো শুরু করেন। তবে এমনটি কিন্তু করা উচিত নয়। বিশেষ করে যদি কেউ বিদ্যুৎ খরচ কমাতে চান। সেক্ষেত্রে ২৪ ডিগ্রিতে এসি চালানো উচিত।