ঈদের ছুটিতে বাড়ি যাবেন অনেকেই। বাড়িতে পরিবার নিয়ে ঈদ কাটানোর যে আনন্দ, তার তুলনা চলে না। তবে এই আনন্দের মধ্যেও অনেকের মন খচখচ করবে ইনডোর প্ল্যান্ট বা ঘরের গাছের জন্য। কারণ, লম্বা ছুটিতে গাছে পানি দেওয়ার যে কেউ নেই! তবে কেমন হয় যদি গাছটিই বসানো থাকে কোনো পানির পাত্রে? গাছ মাটিতেই হয়, তবে কিছু প্রজাতি আছে, যেসব শুধু পানিতে রাখতে পারেন বছরজুড়ে।
পোথোস অতিপরিচিত ইনডোর প্ল্যান্ট। একে আমরা মানি প্ল্যান্ট নামেই বেশি চিনি। বেশির ভাগ ইনডোর বাগানের শুরুই হয় এই লতানো পোথোস দিয়ে। মাটি বলুন, পানি বলুন—যেকোনো জায়গায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে বলে এর কদর অনেক। লতানো এই গাছের প্রতি পর্বে পর্বে সবুজ পাতার সৌন্দর্য। পানিতে রাখা পোথোসে যেমন থাকে ছোট আকৃতির পানপাতার মতো পাতা, মাটিতে লাগানো হলে ওই একই পোথোসের পাতা হতে পারে বেশ বড়।