তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মশার বিরক্তিকর সমস্যাও বাড়ছে। এই ক্ষুদ্র পতঙ্গ শুধু কামড় দিয়ে চুলকানিরই সৃষ্টি করে না বরং ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর ঝুঁকিও তৈরি করে। প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায় এমন উপাদান ব্যবহার করে মশা তাড়ানো সম্ভব। মশা থেকে নিজেকে রক্ষা করার জন্য সহজ, কার্যকরী এবং প্রাকৃতিক উপায় রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
নিম বহু শতাব্দী ধরে এর ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে। এর শক্তিশালী সুগন্ধ প্রাকৃতিক মশা নিরোধক হিসেবে কাজ করে। নিম গাছ বা স্থানীয় বাজার থেকে নিম পাতা সহজেই পাওয়া যায়। মশা নিরোধক হিসাবে নিম ব্যবহার করার জন্য একটি পাত্রে নিম পাতা পোড়াতে পারেন বা আপনার ত্বকের যত্নের রুটিনে নিমের তেল যোগ করতে পারেন। মশা তাড়াতে বাইরে যাওয়ার আগে খোলা ত্বকে অল্প পরিমাণে নিমের তেল লাগান। এই পরিবেশ বান্ধব দ্রবণটি শুধুমাত্র মশার কামড় থেকে আপনাকে রক্ষা করবে না বরং এর প্রাকৃতিক বৈশিষ্ট্য আপনার ত্বককেও পুষ্টি দেবে।