অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের স্বল্পতা কেটেছে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধা কেটে গেছে।
ঢাকায় সচিবালয়ে গতকাল রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে প্রাক্–বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধা কেটে গেছে। যাঁরা দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে ভেবেছিলেন, তাঁদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। খবর বাসসের।