‘পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারাটা চূড়ান্ত সম্মানের ব্যাপার। সব সময়ই এ স্মৃতি ও সুযোগ লালন করে যাব। দলের খেলোয়াড় হিসেবে অধিনায়ক বাবর আজমকে সমর্থন জানানো আমাদের কর্তব্য। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।’
বাবর আজমকে আবার দায়িত্ব দেওয়ার পর ওপরের বিবৃতিটি দিয়েছেন সদ্য বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সে বিবৃতিটি পাকিস্তান ক্রিকেটের ওয়েবসাইটে ছিল এ প্রতিবেদন লেখার সময়ও। এ পর্যন্ত ঠিকই ছিল সব।