ইজারা নীতিমালা ও মৎস্য আইন না মেনে সুনামগঞ্জের হাওরের জলাশয় সেচে মাছ আহরণ করা হচ্ছে। এতে মিঠাপানির মাছ বিলুপ্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্রও হুমকির মুখে পড়েছে।
আইন ভেঙে সেচযন্ত্র লাগিয়ে মাছ ধরার এই মহোৎসব প্রকাশ্যে চললেও কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।