যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের এক নারীর বাড়ি থেকে উদ্ধার করা নানা প্রজাতির অসংখ্য প্রাণী আছে। এবার সেখানে নতুন যুক্ত হয়েছে পাঁচ পায়ের এক মেষশাবক।
রাজ্যের উইগিনস শহরের ওই নারী নাটালি রেনোট বলেন, তিনি এই মেষশাবকের নাম দিয়েছেন স্পাইডার-ল্যাম্ব। যখন একে ফার্ম থেকে উদ্ধার করা হয়, তখন এটি দেখতে তেমন সুশ্রী ছিল না। হাজার হাজার শূককীট ওকে জীবন্ত খাচ্ছিল। এরপর প্রাণীটিকে ফার বেবিস ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান তিনি।
পশুচিকিৎসকেরা বলেন, স্পাইডার-ল্যাম্ব নাম দেওয়া পাঁচ পায়ের মেষশাবকের হার্নিয়া অস্ত্রোপচার করতে হবে। তবে এটির অবস্থা এখন ভালোর দিকে।