বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগে মার্কিন সরকারের অসন্তুষ্টি

www.kalbela.com প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪, ১২:০৬

বাংলাদেশ নিয়ে ফের অসন্তুষ্টির কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের পর্যবেক্ষণে। এ বিষয়ে দেশটির বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে—সরকারি কেনাকাটা, মেধা-সম্পদ সংরক্ষণ, ডিজিটাল বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমিক অধিকারের মতো বিষয়গুলোয় বাংলাদেশে বড় অস্বচ্ছতা রয়েছে। এখানে ঘুষ, দুর্নীতি বাসা বেঁধেছে। এসব ঘাটতি নিয়ে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়া কঠিন।


বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য নিয়ে গত শুক্রবার ইউএসটিআর ২০২৪ সালের জন্য বৈদেশিক বাণিজ্যে বাধাবিষয়ক এই মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী ক্যাথরিন টাই ৩৯৪-পৃষ্ঠার বার্ষিক ওই প্রতিবেদন প্রকাশ করেন। পরে প্রতিবেদনটি ইউএসটিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো উঠে এসেছে।


প্রতিবেদনে বাংলাদেশে অশুল্ক বাধার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। বিশেষ করে ঘুষ-দুর্নীতিকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ব্যবসায়িক বোঝাপড়ার ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার ব্যাপক অভিযোগ থাকলেও দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগ যথেষ্ট নয়। লেনদেন ও উপহার অবৈধ হওয়া সত্ত্বেও বাণিজ্যিক লেনদেনে ঘুষ ও চাঁদাবাজি বাংলাদেশে সাধারণ বিষয়। এ ছাড়া বাংলাদেশ এখনো ‘কাস্টমস ভ্যালুয়েশন লেজিসলেশন’ সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) অবহিত করেনি।


প্রতিবেদনে ওঠে আসা মার্কিন প্রতিষ্ঠানগুলোর আরও অভিযোগ হচ্ছে, বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের ঘুষ চাওয়ার কারণে লাইসেন্স ও দরপত্রের অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়। কিন্তু সেখানে দুর্নীতিবিরোধী প্রধান সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা খর্ব করতে উল্টো ক্রমাগত প্রস্তাব আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us