তুরস্কের এই রেস্তোরাঁয় গাছের ছায়ায় বসে খেতে হয়

প্রথম আলো প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১৪:২৩

আমাদের আতাতুর্কের তুর্কি ভ্রমণের অংশ ছিল কাপাডোকিয়া। আমাদের বলতে আমার স্ত্রী মেহেরুন, আমাদের ছোট মেয়ে সাফাত, সাফাতের বান্ধবী করোল ও আমি। কাপাডোকিয়া তুরস্কের একটি বিশেষ অঞ্চল। অনন্য ভূতাত্ত্বিক আগ্নেয়শিলা, ভূগর্ভস্থ প্রাচীন শহর এবং উপত্যকার বিস্ময়কর দৃশ্যের জন্য বিখ্যাত কাপাডোকিয়া। হট এয়ার বা গরম বাতাসভর্তি বেলুনের জন্য কাপাডোকিয়ার খ্যাতি আছে। প্রতিদিন সকালে খোলা আকাশকে রাঙিয়ে তোলে এই বেলুন। হাইকিং ও ঘোড়ায় চড়ার উত্তম জায়গা হিসেবেও দুঃসাহসিক ভ্রমণপিপাসুদের কাছে এলাকাটি অত্যন্ত প্রিয়।


কাপাডোকিয়ায় বেশ কয়েকটি পাহাড় আছে, যেগুলোর মধ্যে রয়েছে উপত্যকা। হাইকিংয়ের জন্য পর্যটকদের কাছে প্রিয় রেড ভ্যালি, রোজ ভ্যালি, পিজিয়ন ভ্যালি, ইহলারা ভ্যালি, ডেভরেন্ট ভ্যালি, সোগানলি ভ্যালি ও লাভ ভ্যালি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us