কুকুর কি বিশেষ শব্দের অর্থ বুঝতে পারে

প্রথম আলো প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১১:৪০

কুকুর কি মানুষের ভাষা বোঝে—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে নতুন এক গবেষণায় জানা গেছে, মানুষ যেসব শব্দ করে, তার অনেক কিছুর অর্থই কুকুর বুঝতে পারে। এত দিন ধারণা করা হতো, কুকুর শুধু আদেশধর্মী শব্দ, যেমন যাও, ওঠো, বসো ইত্যাদি শব্দ বুঝতে পারে। কিন্তু নতুন এক গবেষণায় কুকুরের মস্তিষ্কের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করে নতুন তথ্য পেয়েছেন গবেষকেরা। তাদের মতে, কুকুরের জগৎ অন্যরকম। মানুষের ব্যবহার করা অনেক শব্দের অর্থ খুব সহজেই বুঝতে পারে কুকুর। কুকুরের মস্তিষ্ক আদেশমূলক শব্দের বাইরেও অনেক শব্দের সারমর্ম বুঝতে পারে।


হাঙ্গেরির ইওটভস লোরান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিয়ানা বোরোস বলেন, আমি মনে করি সব কুকুরের মধ্যেই ভিন্ন ধরনের ক্ষমতা আছে। গবেষণার ফলাফল আমাদের ভাষার বিবর্তন সম্পর্কে আরও বুঝতে সহায়তা করবে। বিজ্ঞানীরা অনেক বছর ধরেই কুকুর শব্দের অর্থ শিখতে পারে কি না, তা জানতে আগ্রহী। ২০২২ সালের একটি গবেষণায় জানা যায়, কুকুরের মালিকেরা মনে করেন তাঁদের সঙ্গী প্রাণী ১৫ থেকে ২১৫ শব্দের অর্থ বুঝে প্রতিক্রিয়া জানাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us