কোহলিকে ছাপিয়ে মাইলফলক ম্যাচে কলকাতাকে জেতালেন নারিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ১০:৪৩

ম্যাচটি ছিল সুনীল নারিনের ৫০০তম টি-টোয়েন্টি। এমন মাইলফলক ম্যাচকে তিনি রাঙিয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে। এক উইকেট শিকারের পর ওপেনিংয়েও এই ক্যারিবীয় ছিলেন বিধ্বংসী। প্রায় ফিফটি ছোঁয়া ইনিংসে তিনি ম্লান করে দিয়েছেন বিরাট কোহলির টানা দ্বিতীয় ফিফটি। যার ওপর ভর করে ১৮৩ রানের লক্ষ্য দেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল (শুক্রবার) খেলতে নেমেছিলেন স্বাগতিক কোহলি ও ফাফ ডু প্লেসিরা। তবে চলতি আসরের প্রথম কোনো দল হিসেবে তারা ঘরের মাঠেও হেরেছে। এর আগের ম্যাচ বেঙ্গালুরু হেরেছিল চেন্নাই সুপার কিংসের মাঠে। ঘরের মাঠে ঝোড়ো শুরুর ইঙ্গিত দিয়েও দ্রুত ফিরে যান বেঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসি। এরপর কোহলির সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল ও রজত পাতিদারের দুটি জুটি স্বাগতিকদের বড় পুঁজির ভিত গড়ে দেয়। তবে মাঝে দ্রুত উইকেট পতন না হলে তাদের সংগ্রহ আরও বড় হতে পারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us