আসছে মার্ভেলের নতুন শুটার গেইম ‘মার্ভেল রাইভালস’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১৯:২৫

জনপ্রিয় শুটার গেইম ‘ওভারওয়াচে’র মতো ‘মার্ভেল রাইভালস’ শিরোনামে একটি গেইমের ঘোষণা দিয়েছে মার্ভেল গেইমস ও গেইম নির্মাতা নেটইজ। নাম দেখেই আন্দাজ করা যায়, ‘অ্যাভেঞ্জার্স’, ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি’, ‘এক্স-ম্যানে’র মত মার্ভেল ‘মাল্টিভার্সে’র বিভিন্ন কমিক ও সিনেমার চরিত্র নিয়ে সাজানো হবে গেইমটি।


মার্ভেলস রাইভাল হল একটি ‘থার্ড পার্সন’ দলভিত্তিক শুটিং গেইম, যেখানে দুটি দলে ভাগ হয়ে ১২ জন খেলোয়াড় থাকবেন। গেইমটি বিনামূল্যে খেলা যাবে। পাশাপাশি, অনেক ‘সিজনাল’ আপডেট, নতুন হিরো, ভিলেইন, ম্যাপস ও চ্যালেঞ্জ আসার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us