ব্যক্তিগত জীবনের কারণে আবারও শিরোনামে নওয়াজুদ্দিন সিদ্দিকী। সম্প্রতি আলিয়া সিদ্দিকী ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন, যেখানে তাঁকে অভিনেতা ও তাঁর দুই সন্তানের সঙ্গে দেখা গিয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, তাঁরা ১৪তম বিবাহবার্ষিকী উদ্যাপন করছেন। এটা দেখে সবাই অবাক। দুজনই সন্তানদের নিয়ে দুবাইয়ে আছেন। শিশুরা সেখানে পড়াশোনা করছে এবং তাঁরাও সেখানে হোলি উদ্যাপন করেছেন। কিছুদিন আগেই নওয়াজ ও আলিয়ার দাম্পত্যজীবনের কাজিয়া নিয়ে বিস্তর চর্চা হয়েছে।
অভিনেতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনেন আলিয়া। সেখানে বিভেদ ভুলে তাঁদের আবারও এক হওয়ার কথা জানিয়েছেন আলিয়া। খবর বলিউড হাঙ্গামার