অর্ধেকের বেশি রোজা শেষ, ঈদ আসতে বেশি দেরি নেই। অথচ এখনো বেচাকেনা জমে উঠেনি রাজধানীর মিরপুরের বেনারসি পল্লিতে। প্রতিবছর ঈদুল ফিতর আর অন্যান্য আনুষ্ঠানিকতা ঘিরে শাড়ি বিক্রির আশায় বসে থাকেন ব্যবসায়ীরা।
জানা গেছে, কয়েক বছর ধরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেচাকেনা খুব একটা ভালো হচ্ছে না এই মার্কেটে। যদিও বিয়ে-বৌভাত, উপহার হিসেবে শাড়ির জন্য মিরপুরের বেনারসি পল্লি সব সময় সরগরম থাকে।