সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হচ্ছে। লোকসভা নির্বাচনে বিজেপির তমলুক আসনের প্রার্থী হওয়া এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের জেরে তৃণমূল দাবি তুলেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।
গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে অভিজিতের ওই সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করা হয়। যে অংশে বিচারপতি অভিজিৎ একটি মন্তব্য করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।’