রোজার ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর ষষ্ঠ দিনে টিকেটের চাহিদা আগের কয়েকদিনের চেয়ে বেড়েছে।
শুক্রবার প্রথম দুই মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে প্রায় সব ট্রেনের টিকেট।
আগামী ১১ এপ্রিল ঈদের সম্ভাব্য দিন হিসাব করে ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী গত রোববার ৩ এপ্রিল ট্রেনযাত্রার টিকেট অনলাইনে উন্মুক্ত করা হয়। ৩০ মার্চ পর্যন্ত টিকেট বিক্রি চলবে, সেদিন বিক্রি হবে ৯ এপ্রিলের টিকেট।
বাংলাদেশ রেলওয়ে বলছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।
শুক্রবার ৮ এপ্রিলের আগাম টিকেট বিক্রি হচ্ছে। সকালে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট। দুপুর দুইটায় পুর্বাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
প্রথম দিন রোববার টিকেটের চাহিদা কিছুটা কম ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ছে। সোম, মঙ্গল এবং বুধবার টিকেট বিক্রি হয়ে যায় আধা ঘণ্টারও আগে। বৃহস্পতিবার টিকেট বিক্রি শুরুর প্রথম পাঁচ মিনিটেই ট্রেনের টিকেট বিক্রি শেষ হয়ে যায়।