টাইটানিকের সেই দরজা বিক্রি

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১১:২১

১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক চলচ্চিত্রের বিয়োগান্ত দৃশ্যটির কথা মনে আছে? ওই দৃশ্যে নায়িকা রোজকে (কেট উইন্সলেট) টাইটানিক জাহাজের একটি ভাঙা দরজার ওপর তুলে দিয়েছিলেন নায়ক জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও)। ওই দরজায় কেবল একজনের জায়গা ছিল। তাই রোজকে সেখানে তুলে দিয়ে নিজের জীবন ভালোবাসার জন্য বিসর্জন দিয়ে ঠান্ডায় পানিতে ডুবে মারা গিয়েছিল জ্যাক। চলচ্চিত্রে ব্যবহার করা কাঠের ওই ভাঙা দরজার টুকরো বা প্রপসটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড দামে। 


যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস সম্প্রতি ‘ট্রেজার্স ফ্রম প্ল্যানেট হলিউড’ নামের এক নিলাম আয়োজনে টাইটানিকের ওই কাঠের টুকরা বিক্রির জন্য তোলে। নিলামে এটি প্রায় ৮ কোটি টাকায় (৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলার) বিক্রি হয়েছে। সাম্প্রতিক নিলামে টাইটানিকের দরজা সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বস্তু হিসেবে রেকর্ড গড়ে।





সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us