ব্রাজিলের রেইনফরেস্টে পাঁচ সপ্তাহ আগে খোঁজ মেলে ২৬ ফুট লম্বা একটি অ্যানাকোন্ডা সাপের। তবে সেই সাপটি মারা গেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল।
বিজ্ঞানীদের একটি দল ন্যাশনাল জিওগ্রাফিকের ডিজনি+ সিরিজ ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর দৃশ্য ধারণ করার সময় আমাজনের ভেতর দৈত্যাকার সাপটিকে খুঁজে পেয়েছিলেন।