প্রবল বৃষ্টিতে পানি জমে ওবার্ন সাফারি পার্কে ছোট্ট একটি হ্রদের মতো সৃষ্টি হয়েছে। সেই পানি দেখে তত্ত্বাবধায়কের মনে হলো, এতে প্লাস্টিকের তৈরি রাজহাঁসের নৌকা ভাসিয়ে দিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। তিনি পেডেল লাগানো রাজহাঁসের নৌকা ভাসিয়ে দিলেন। তবে সেই নৌকায় মানুষ নয়, চড়ে বসেছে একদল কালো ভালুক।
ইংল্যান্ডের পূর্বাঞ্চলের দক্ষিণ-পশ্চিমে বেডফোর্ডশায়ার কাউন্টিতে ওবার্ন সাফারি পার্কের অবস্থান। পার্কের মাংসাশী প্রাণী বিভাগের উপপ্রধান টমি বাবিংটন বলেন, নিজেদের এলাকায় হ্রদের মধ্যে এমন রাজহাঁসের মতো নৌকা ভাসতে দেখে কৌতূহলী হয়ে মনে হয় এতে চড়ে বসেছে ভালুকের দল। এই জিনিস কী, তা জানতে এতটুকুও সময় নষ্ট করেনি তারা।
টমি আরও বলেন, ‘এ বছর এত বেশি বৃষ্টি ছিল যে কালো ভালুকের বিচরণ এলাকায় একটি নতুন ছোট হ্রদের সৃষ্টি হয়েছে। তাই আমরা এটিকে তাদের জন্য আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।’