আরবি শব্দ ‘শহীদ’-এর ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে ফেইসবুকের মালিক মেটা প্ল্যাটফর্মসকে আহ্বান জানিয়েছে কোম্পানির ওভারসাইট বোর্ড।
এ প্রসঙ্গে এক বছরব্যাপী পর্যালোচনার পর দেখা গেছে মেটার পদ্ধতি ব্যাপক ‘বিস্তৃত’ ছিল ও অযথাই লাখ লাখ ব্যবহারকারীর বক্তব্যকে দমিয়ে রেখেছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘শহীদ’ শব্দটি রয়েছে এমন পোস্টগুলোতে যদি স্পষ্টভাবে সহিংসতার উল্লেখ থাকে বা পোস্টগুলো যদি মেটার অন্যান্য নিয়ম ভঙ্গ করে কেবল তখনই সেগুলো মুছে ফেলা উচিত বলে জানিয়েছে মেটার ওভারসাইট বোর্ড।
মেটার অর্থায়নেই স্বাধীনভাবে এ বোর্ড নিজেদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
মধ্যেপ্রাচ্যবিষয়ক কনটেন্ট নিয়ে বছরের পর বছর কোম্পানিটির সমালোচনার পর এ রায় এসেছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। ২০২১ সালে মেটার নিজের অর্থায়নে করা এক সমীক্ষায় উঠে আসে, তাদের পরিষেবা ব্যবহার করা ফিলিস্তিনি ও অন্যান্য আরবি ভাষার ব্যবহারকারীদের ওপরে কোম্পানির বিভিন্ন পদ্ধতি মানবাধিকার প্রশ্নে ‘বিরূপ প্রভাব’ ফেলছে।