জার্মানির বিপক্ষে হারের ক্ষত তখনও শুকায়নি। সেই হতাশার মাঝে চিলির বিপক্ষে খেলতে নেমেই গোল খেয়ে বসে ফ্রান্স। তবে, এবার আর তাদেরকে দমিয়ে রাখা যায়নি। অল্প সময়েই নিজেদের গুছিয়ে নেয় তারা। দলের এই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ায় খুব খুশি ফরাসি কোচ দিদিয়ে দেশম।
ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই মর্সেলিনো নুনেসের গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। তবে খানিক পর ছয় মিনিটের দুই গোলে এগিয়ে যায় তারা। ১৯তম ইউসুফ ফোফানা সমতা টানার পর সাবেক বিশ্ব চাম্পিয়নদের এগিয়ে নেন রান্দাল কোলো মুয়ানি।
৭২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরু। ১০ মিনিট পর দারিও ওসারিও ব্যবধান কমিয়ে ফের লড়াই জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত অবশ্য প্রতিপক্ষকে আটকাতে পারেনি সফরকারীরা; ৩-২ গোলে জয় পায় ফ্রান্স।