কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘জুম ওয়ার্কপ্লেস’ চালু করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানের তুলনায় আরও সহজে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি বিভিন্ন কাজ করা যাবে। জুমের তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট ‘এআই কম্প্যানিয়ন’ যুক্ত করার পাশাপাশি অনলাইন বৈঠকের বিভিন্ন সুবিধাও বাড়ানো হবে।
খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জুম কর্তৃপক্ষ জানিয়েছে, সহজে প্রাতিষ্ঠানিক কাজ করার পাশাপাশি কর্মীদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর জন্য জুম ওয়ার্কস্পেস প্ল্যাটফর্মে চ্যাটিংয়ের মতো বিভিন্ন টুল যুক্ত করা হবে। প্রাতিষ্ঠানিক কাজ সহজ করার জন্য এআই কম্পেনিয়নও থাকবে। ফলে প্ল্যাটফর্মটিতেই প্রাতিষ্ঠানিক সব কাজ দ্রুত করা যাবে।